ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেলেন আর্থিক সহায়তা Logo বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন Logo কলেজের ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo নওগাঁর মান্দায় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo আজ থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু Logo ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেয়া হবে না: এরদোগান Logo পুলিশ লাইন থেকে নারী কনেস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

থানায় বসে জুয়া খেলায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধিঃ  থানায় বসে পুলিশ সদস্যদের জুয়া খেলার ছবি ভাইরালের ঘটনায় দুইজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

তারা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদ। শনিবার রাতে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

থানায় বসে জুয়া খেলার এমন কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তাদের এমন কাণ্ডে বিব্রত খোদ বাহিনীর ঊর্ধ্বতনরা।

অনেকে বলছে, করোনা পরিস্থিতিতে সম্মুখ বহরে থেকে যুদ্ধ করছে পুলিশের দুই লাখ সদস্য। এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি সদস্য অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মারাও গেছেন ১৩ জন। এই পরিস্থিতির মধ্যে পুলিশের এমন কাণ্ডে অনেকে বিব্রত হয়েছেন। ফেসবুকে অনেকে ছবিসহ পোস্ট দিচ্ছেন। সেখানে তাদেরকে আইনেরও আওতায় আনার দাবি জানিয়েছে।

জানা গেছে, এএসআই মো. হুমায়ুন এবং কনেস্টবল সুমন মাহমুদের বরগুনার বামনা থানার মধ্যে বসে জুয়া খেলছিল।

এমন দুটি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

থানায় বসে দুষ্টুমি করছিলেন বলে দাবি এএসআই হুমায়ুনের। তিনি বলেন- ‘আমরা অনেক আগে নিজেরা ব্যারাকে দুষ্টুমি করেছিলাম।

আমাদের নিজেদের ভেতরের একজন সেই সময়ে গোপনে ছবি তুলে রেখেছিল। এখন তা প্রকাশ হয়েছে। এজন্য আমাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে।’

বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস মাসুদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত শেষে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘জুয়া খেলার ছবি প্রকাশিত হওয়ার পর ওই দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

ট্যাগস

নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেলেন আর্থিক সহায়তা

থানায় বসে জুয়া খেলায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

বরগুনা প্রতিনিধিঃ  থানায় বসে পুলিশ সদস্যদের জুয়া খেলার ছবি ভাইরালের ঘটনায় দুইজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

তারা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদ। শনিবার রাতে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

থানায় বসে জুয়া খেলার এমন কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তাদের এমন কাণ্ডে বিব্রত খোদ বাহিনীর ঊর্ধ্বতনরা।

অনেকে বলছে, করোনা পরিস্থিতিতে সম্মুখ বহরে থেকে যুদ্ধ করছে পুলিশের দুই লাখ সদস্য। এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি সদস্য অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মারাও গেছেন ১৩ জন। এই পরিস্থিতির মধ্যে পুলিশের এমন কাণ্ডে অনেকে বিব্রত হয়েছেন। ফেসবুকে অনেকে ছবিসহ পোস্ট দিচ্ছেন। সেখানে তাদেরকে আইনেরও আওতায় আনার দাবি জানিয়েছে।

জানা গেছে, এএসআই মো. হুমায়ুন এবং কনেস্টবল সুমন মাহমুদের বরগুনার বামনা থানার মধ্যে বসে জুয়া খেলছিল।

এমন দুটি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

থানায় বসে দুষ্টুমি করছিলেন বলে দাবি এএসআই হুমায়ুনের। তিনি বলেন- ‘আমরা অনেক আগে নিজেরা ব্যারাকে দুষ্টুমি করেছিলাম।

আমাদের নিজেদের ভেতরের একজন সেই সময়ে গোপনে ছবি তুলে রেখেছিল। এখন তা প্রকাশ হয়েছে। এজন্য আমাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে।’

বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস মাসুদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত শেষে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘জুয়া খেলার ছবি প্রকাশিত হওয়ার পর ওই দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’