মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মহাদেবপুর উপজেলার মসজিদের অনুকূলে অনুদানকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ মে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি গোলাম নূরাণী আলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান, মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মোঃ জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, মামুনূর রশিদ, ইসতিয়াক আহমেদ, তরুণ সমাজ সেবক মোঃ নাহিদ মোস্তফা প্রমূখ।
অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর অনুদানকৃত ৫শ ৫৫টি মসজিদে ৫ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলায় কোন মসজিদ বাদ পড়ে থাকলে তাদেরকেও অনুদানের অর্থ দেয়া হবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে জানান