ডেক্স রিপোর্ট: এখন ৬০ লাখ সাবস্ক্রাইবারের পরিবার। সাবস্ক্রিপশনের দিক থেকে আগেই দেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল সময়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে সোমবার (১৮ মে) রাতে ৬০ লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইলফলকে পা রাখলো।
যাত্রার মাত্র আড়াই বছরেই সাবস্ক্রাইবারের বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে চ্যানেলটি।
যাত্রার তিন মাসের মাথায় ২০১৮ সালের মার্চে এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ অর্জন করে এই চ্যানেলটি। এরপর তথ্যপিপাসুদের তুমুল সাড়ায় এক বছরের মধ্যেই ছাড়িয়ে যায় ২০ লাখ সাবস্ক্রাইবার। চলতি বছরের ১৪ জুন এ সংখ্যা ৩০ লাখ ছাড়ায়। এরপর গত ১৯ নভেম্বর ৪০ লাখ ছাড়িয়ে যায় সময়ের সাবস্ক্রাইবারের সংখ্যা। এরপর ছয় মাসেরও কম সময়ে আরো ২০ লাখ সাবস্ক্রাইবারের ভালোবাসা পায় সময়।
এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করেছে চ্যানেলটি। পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে।
এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ।
সময় ডিজিটাল একটি মাল্টিস্ক্রিনিং ডিজিটাল প্লাটফর্ম যেখানে ‘সময়’কে সব ডিজিটাল প্ল্যাটফর্মে পাবেন। যেমন- ওয়েব (somoynews.tv), YouTube Channel, Facebook, Twitter, Mobile Apps সহ সকল ডিজিটাল মিডিয়া।
এক ক্লিকেই নিজেকে হালনাগাদ রাখতে ‘সময়’ হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল মাধ্যম; যেখানে আপনি পাবেন সব খবর, সবার আগে।