নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর রাণীনগরের বিশিয়া গ্রামের পুকুরের পাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে জাহিদুল ইসলাম (৪৫) এবং আনোয়ার হোসেন (৪০) নামের দু জন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে ।
স্থানীয় পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, নিহতরা ধান কাটার জন্য সোমবার সকাল ৭টার দিকে মাঠে যাচ্ছিল । যাওয়ার পথে বিশিয়া গ্রামের অভয় চন্দ্রের পুকুরে পানি সেচের জন্য টানা বিদ্যুতের পড়ে থাকা তারে পা পড়ে জাহিদুলের ।
সে বিদ্যুতায়িত হয়ে পড়ে । তাকে রক্ষার জন্য সাথে থাকা আনোয়ার চেষ্টা করলে সেও বিদ্যুতায়িত হয় । এতে ঘটনা স্থলেই দু জনের মৃত্যু ঘটে ।
নিহত দু জনের বাড়ী বিশিয়া গ্রামে বলে জানা গেছে ।খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধারে গিয়েছে পুলিশ ।
Aa