ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর রাণী নগ‌রে বিদ‌্যুত পৃষ্ট হ‌য়ে ধান কাটা দুই শ্রমি‌কের মৃত‌্যু

ছবিঃ প্রতীকী

নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর রাণীনগ‌রের বি‌শিয়া গ্রা‌মের পুকু‌রের পা‌ড়ে বিদ‌্যু‌তের তা‌রে জড়ি‌য়ে জা‌হিদুল ইসলাম (৪৫) এবং আনোয়ার হো‌সেন (৪০) না‌মের দু জন ধান কাটা শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে ।
স্থানীয় পারইল ইউ‌পি চেয়ারম‌্যান ম‌জিবর রহমান জানান, নিহতরা ধান কাটার জন‌্য ‌সোমবার সকাল ৭টার দি‌কে মা‌ঠে যা‌চ্ছিল । যাওয়ার প‌থে বি‌শিয়া গ্রা‌মের অভয় চ‌ন্দ্রের পুকু‌রে পা‌নি সে‌চের জন‌্য টানা বিদ‌্যু‌তের প‌ড়ে থাকা তারে পা প‌ড়ে জা‌হিদু‌লের ।
সে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে । তা‌কে রক্ষার জন‌্য সা‌থে থাকা আনোয়ার চেষ্টা কর‌লে সেও বিদ‌্যুতা‌য়িত হয় । এ‌তে ঘটনা স্থ‌লেই দু জ‌নের মৃত‌্যু ঘ‌টে ।
নিহত দু জ‌নের বাড়ী বি‌শিয়া গ্রা‌মে ব‌লে জানা গে‌ছে ।খবর পে‌য়ে নিহ‌তদের লাশ উদ্ধা‌রে গি‌য়ে‌ছে পু‌লিশ ।
Aa
ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর রাণী নগ‌রে বিদ‌্যুত পৃষ্ট হ‌য়ে ধান কাটা দুই শ্রমি‌কের মৃত‌্যু

আপডেট সময় ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর রাণীনগ‌রের বি‌শিয়া গ্রা‌মের পুকু‌রের পা‌ড়ে বিদ‌্যু‌তের তা‌রে জড়ি‌য়ে জা‌হিদুল ইসলাম (৪৫) এবং আনোয়ার হো‌সেন (৪০) না‌মের দু জন ধান কাটা শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে ।
স্থানীয় পারইল ইউ‌পি চেয়ারম‌্যান ম‌জিবর রহমান জানান, নিহতরা ধান কাটার জন‌্য ‌সোমবার সকাল ৭টার দি‌কে মা‌ঠে যা‌চ্ছিল । যাওয়ার প‌থে বি‌শিয়া গ্রা‌মের অভয় চ‌ন্দ্রের পুকু‌রে পা‌নি সে‌চের জন‌্য টানা বিদ‌্যু‌তের প‌ড়ে থাকা তারে পা প‌ড়ে জা‌হিদু‌লের ।
সে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে । তা‌কে রক্ষার জন‌্য সা‌থে থাকা আনোয়ার চেষ্টা কর‌লে সেও বিদ‌্যুতা‌য়িত হয় । এ‌তে ঘটনা স্থ‌লেই দু জ‌নের মৃত‌্যু ঘ‌টে ।
নিহত দু জ‌নের বাড়ী বি‌শিয়া গ্রা‌মে ব‌লে জানা গে‌ছে ।খবর পে‌য়ে নিহ‌তদের লাশ উদ্ধা‌রে গি‌য়ে‌ছে পু‌লিশ ।
Aa