ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বদ্যিপুর গ্রামে রত্না খাতুন (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রত্না ওই গ্রামের রমজান আলীর স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ হোসেন খান জানান, রাতে দেড় বছরের সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রত্না খাতুন।
ভোর রাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।