নওগাঁ, সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে।
ইমামুল উপজেলার তাজপুর পশ্চিমপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাব্বি নামে একই বয়সের আরেক শিশু আহত হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত জানান, সকালে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু দু’টি।
অনেক খোঁজাখুজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমামুলকে মৃত ঘোষণা করেন।