মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে ১৪ মাস বয়সী এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম লামিয়া খাতুন।
নিহত শিশুর বাবার নাম লিটু মোল্যা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রামপুর গ্রামের সেকেন্দার মোল্যা ও সাবেক মেম্বার রুহলের গ্রুপের সাথে দুইদিন পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় সেকেন্দার মারাত্মকভাবে আহত হলে তিনি ফরিদপুরে চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার দিন রাতে রুহুল মেম্বারের লোকজন সেকেন্দারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং স্থানীয় আলিমের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
পেট্রোল বোমা হামলার ঘটনার পর ঐ বাড়ির লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে রুহুল মেম্বার ও তার লোকজন লামিয়ার মায়ের কোল থেকে লামিয়াকে ছুঁড়ে ফেলে দেয়।
মারাত্মক আহত অবস্থায় লামিয়াকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।রুহুল মেম্বর রামপুর গ্রামের মাজেদ মোল্যার ছেলে।
মাগুরা মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ তারক বিশ্বাস জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা প্রাথমিক তদন্ত করেছি। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বিষয় প্রক্রিয়াধীন।