ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় Logo নওগাঁয় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানব বন্ধন Logo নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা Logo সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন বেলাল Logo বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হার Logo মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি Logo বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত Logo অন্তর্বর্তী সরকার আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না: জিএম কাদের Logo দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছি,,প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: সারজিস আলম Logo এমএলএসের মৌসুম সেরা খেলোয়াড় লিওনেল মেসি

টাঙ্গাইলে ভাতিজার দায়ের কোপে জীবন প্রদীপ নিভল চাচার

প্রতীকী ছবি

  টাঙ্গাইল প্রতিনিধি:  বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় টাঙ্গাইলের সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা হারিছ শিকদার (৬৫) খুন হয়েছেন।

এ ঘটনায় বুধবার (৬ মে) দুপুরে নিহতের ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দাড়িপাকা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মামলার বরাতে পুলিশ জানায়, উপজেলার দাড়িপাকা গ্রামের নিহত হারিছ শিকদারের সাথে আপন ভাতিজা জুলহাস উদ্দিন শিকদার, ছোহরাব শিকদার ও মাইনউদ্দিন শিকদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার চাঁদনি রাতে বিরোধপূর্ণ ওই জমিতে তার ভাতিজারা ধান কাটতে যায়। পরে ধান কাটার খবর পেয়ে হারিছ শিকদার ও তার দুই ছেলে সেখানে গিয়ে ধান কাটায় বাধা দিলে প্রতিপক্ষ দা, টেটা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দায়ের কোপে হারিছ শিকদার, তার ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদার ও ভাতিজা আবুল কাশেমসহ (৫৫) তার ছেলে রতন শিকদার গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা রাতেই তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১২টার দিকে হারিছ শিকদারের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সখীপুর থানার ওসি আমির হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ট্যাগস
সর্বাধিক পঠিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয়

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

টাঙ্গাইলে ভাতিজার দায়ের কোপে জীবন প্রদীপ নিভল চাচার

আপডেট সময় ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০

  টাঙ্গাইল প্রতিনিধি:  বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় টাঙ্গাইলের সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা হারিছ শিকদার (৬৫) খুন হয়েছেন।

এ ঘটনায় বুধবার (৬ মে) দুপুরে নিহতের ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দাড়িপাকা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মামলার বরাতে পুলিশ জানায়, উপজেলার দাড়িপাকা গ্রামের নিহত হারিছ শিকদারের সাথে আপন ভাতিজা জুলহাস উদ্দিন শিকদার, ছোহরাব শিকদার ও মাইনউদ্দিন শিকদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার চাঁদনি রাতে বিরোধপূর্ণ ওই জমিতে তার ভাতিজারা ধান কাটতে যায়। পরে ধান কাটার খবর পেয়ে হারিছ শিকদার ও তার দুই ছেলে সেখানে গিয়ে ধান কাটায় বাধা দিলে প্রতিপক্ষ দা, টেটা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দায়ের কোপে হারিছ শিকদার, তার ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদার ও ভাতিজা আবুল কাশেমসহ (৫৫) তার ছেলে রতন শিকদার গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা রাতেই তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১২টার দিকে হারিছ শিকদারের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সখীপুর থানার ওসি আমির হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’