প্রযুক্তি ডেস্কঃ এভারেস্ট অভিযাত্রীরা এবার মোবাইল ফোনে ফাইভ-জি সেবা পাবেন। তিব্বতের দিকে হিমালয়ে ৬৫০০ মিটার উচ্চতায় সম্প্রতি চালু হয়েছে ফাইভ-জি সেবা।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বেস স্টেশন ছাড়া ৫৩০০ মিটার ও ৫৮০০ মিটার উচ্চতায় চালু হয়েছে ওই সেবা।
গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযাত্রী ও গবেষকরা ওই ফাইভ-জি সেবা থেকে উপকৃত হবেন। সেবাটি চালু করেছে হুয়াওয়ে ও চায়না মোবাইল।
চায়না মোবাইলের তিব্বত শাখার প্রধান জাউ মিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফাইভ-জি সেবা বাণিজ্যিক ভাবে চালু কারণে পর্বত অভিযাত্রী, পর্যটক ও এলাকার মানুষ এর থেকে উপকৃত হবেন।
উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ৫৩০০ মিটার উচ্চতায় ফাইভ-জির ডাউনলোড স্পিড হবে ১.৬৬ গিগাবাইটের বেশি। অন্যাদিকে আপলোড স্পিড হবে ২১৫ এমবিপিএস।