পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা কর্মরত ১২ জন সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
মঙ্গলবার দুপুরে পিকনিক কর্নারে তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক ডিজার হোসেন বাদসা ও সদস্য সচিব আতিকুজ্জামান শাকিলের হাতে এই পিপিই তুলে দেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বলেন, সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে।
সাংবাদিকরা সংবাদ প্রচার ও প্রকাশ না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। তাই তিনি সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, এম এ বাসেত, এস দোয়েল, আহসান হাবীব, দেলোয়ার হোসেন নয়ন, সোহাগ হায়দার, রবিউল ইসলাম রতন।
এদিকে তেঁতুলিয়ার কর্মরত সাংবাদিকের সুরক্ষায় পিপিই দেয়ায় রেজাউল করিম শাহিনকে ধন্যবাদ জানিয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক ডিজার হোসেন বাদসা ও সদস্য সচিব আতিকুজ্জামান শাকিল।