ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ ফেরত ১০৮৫ ব্যাক্তি নওগাঁয় হোম কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার.নওগাঁঃ নওগাঁয় বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা মোট ১ হাজার ১২৭ জনকে করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে এমন আশঙ্কায় নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টিনে রাখার পর ১৪দিন পূর্ণ হওয়ায় ৪২ জনকে স্বাভাবিক ভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এখন নওগাঁয় কোয়ারেন্টিনে থাকার সংখ্যা ১ হাজার ৮৫ জন।

রবিবার (২২মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ৮৮৪ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন।

ফলে আগের ২০৪ জনসহ কোয়ারেন্টিনে ভর্তির সংখ্যা ১ হাজার ১২৭ জন হলেও ৪২ জন এ অবস্থা থেকে মুক্ত হওয়ায় এখন এর সংখ্যা ১ হাজার ৮৫ জন। তারা সম্প্রতি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিআরব, ভারত, কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিদেশফেরত এসব ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, বিদেশ ফেরত ব্যক্তিরা সবাই পুরোপুরি সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী পাওয়া গেলে তাদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নওগাঁ সদর হাসপাতালের একটি ভবনকে আইসোলেশন ইউনিট করা হয়েছে।

এখানে ৮০ জন রোগীকে রাখা যাবে। এছাড়া নওগাঁ সরকারি কেডি স্কুল ক্যাম্পাস এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের একটি ভবনকেও আইসোলেশন ইউনিট করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে ২০ জন রোগী থাকতে পারবেন।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বেড নিয়ে একটি করে আইসোলেশন ইউনিট করা হয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে নওগাঁয়।

ট্যাগস

বিদেশ ফেরত ১০৮৫ ব্যাক্তি নওগাঁয় হোম কোয়ারেন্টিনে

আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার.নওগাঁঃ নওগাঁয় বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা মোট ১ হাজার ১২৭ জনকে করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে এমন আশঙ্কায় নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টিনে রাখার পর ১৪দিন পূর্ণ হওয়ায় ৪২ জনকে স্বাভাবিক ভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এখন নওগাঁয় কোয়ারেন্টিনে থাকার সংখ্যা ১ হাজার ৮৫ জন।

রবিবার (২২মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ৮৮৪ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন।

ফলে আগের ২০৪ জনসহ কোয়ারেন্টিনে ভর্তির সংখ্যা ১ হাজার ১২৭ জন হলেও ৪২ জন এ অবস্থা থেকে মুক্ত হওয়ায় এখন এর সংখ্যা ১ হাজার ৮৫ জন। তারা সম্প্রতি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিআরব, ভারত, কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিদেশফেরত এসব ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, বিদেশ ফেরত ব্যক্তিরা সবাই পুরোপুরি সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী পাওয়া গেলে তাদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নওগাঁ সদর হাসপাতালের একটি ভবনকে আইসোলেশন ইউনিট করা হয়েছে।

এখানে ৮০ জন রোগীকে রাখা যাবে। এছাড়া নওগাঁ সরকারি কেডি স্কুল ক্যাম্পাস এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের একটি ভবনকেও আইসোলেশন ইউনিট করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে ২০ জন রোগী থাকতে পারবেন।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বেড নিয়ে একটি করে আইসোলেশন ইউনিট করা হয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে নওগাঁয়।