রাজশাহী প্রতিনিধিঃ দুদিন আগেও রাজশাহীর বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায়। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে এক লাফে তা গিয়ে ঠেকেছে ৬০ থেকে ৭০ টাকায়।
শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে নগরীর সাহেববাজার মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে দুই পেঁয়াজ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশনা ছিল। কিন্তু পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিলেন।
অভিযান চালিয়ে পেঁয়াজ বিক্রেতা কাজী গোলাম মুর্তজা ও আরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য বিক্রেতাদের এ নিয়ে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে বলেও তিনি জানান।