ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা

নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সী শিশু সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। তবে দ্রুত পুলিশি তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায়। অভিযুক্ত নারী মুনতাহীন মুন নিজেই থানায় হাজির হয়ে সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে এক নারী থানায় এসে বলেন তিনি তার শিশু সন্তান রুপসাকে নজিপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। বিষয়টি শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে খুঁজে পান। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।

ওসি আসাদুজ্জামান আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। অতীতেও তিনি একাধিক অস্বাভাবিক আচরণে জড়িত ছিলেন।

এদিকে ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় ওই ব্যক্তিকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

 

ট্যাগস

শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা

আপডেট সময় ০৮:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সী শিশু সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। তবে দ্রুত পুলিশি তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায়। অভিযুক্ত নারী মুনতাহীন মুন নিজেই থানায় হাজির হয়ে সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে এক নারী থানায় এসে বলেন তিনি তার শিশু সন্তান রুপসাকে নজিপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। বিষয়টি শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে খুঁজে পান। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।

ওসি আসাদুজ্জামান আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। অতীতেও তিনি একাধিক অস্বাভাবিক আচরণে জড়িত ছিলেন।

এদিকে ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় ওই ব্যক্তিকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

 


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481