আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এসে পৌঁছান তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই জামায়াতের এই প্রতিনিধি দল ইসিতে এসেছে।
এদিকে একই দিনে রাত আটটায় রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ১১ দল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এরআগে, আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেছেন।

স্টাফ রিপোর্টার: 




















