ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ০৫:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 9

গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন, যার নেপথ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। একের পর এক ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। যার শুরুটা হয়েছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। এরপর অন্যান্য ক্রিকেটারদের নিয়েও বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন তিনি৷

এসব মন্তব্যের পর তার উপর ক্ষিপ্ত হয়ে বিপিএল না খেলার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। যার প্রতিক্রিয়ায় ফিন্যান্স কমিটিসহ বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনলাইনে অনুষ্ঠিত জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কিছুক্ষনের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের পর গতকালই তার পদত্যাগ দাবি করে সময়সীমা বেঁধে দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নির্ধারিত সময়ের মাঝে পদত্যাগ না করায় ক্রিকেটারও আজ বিপিএলে খেলতে নামেননি৷ এরপর রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছেন ক্রিকেটাররা। সেখানে তারা ঘোষণা করেন, তাদের দাবি পূরণ না হলে তারা বিপিএল খেলবেন না৷ যার ফলশ্রুতিতে অবশেষে জয়টা ক্রিকেটারদেরই হলো নাজমুল ইসলামকে অপসারণের মাধ্যমে।

মূলত বিতর্কের শুরু হয় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়কে ঘিরে। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছিলেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। পোস্টে নাজমুল লিখেছেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এতেই ক্ষ্যান্ত হননি নাজমুল ইসলাম। এরপর গতকাল বিসিবিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা ভালো না খেললে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায় কি না। এসব বক্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

দায়িত্বশীল জায়গায় বসে তার একের পর এক এমন মন্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেটাররাও নিজেদের প্রতি এসব বক্তব্যকে অসম্মান হিসেবে গ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে সব ধরণের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে অবশেষে বিসিবির এমন সিদ্ধান্তে কিছুটা হলেও ক্রিকেটারদের মাঝে পরিস্থিতি শিথিল হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

আপডেট সময় ০৫:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন, যার নেপথ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। একের পর এক ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। যার শুরুটা হয়েছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। এরপর অন্যান্য ক্রিকেটারদের নিয়েও বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন তিনি৷

এসব মন্তব্যের পর তার উপর ক্ষিপ্ত হয়ে বিপিএল না খেলার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। যার প্রতিক্রিয়ায় ফিন্যান্স কমিটিসহ বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনলাইনে অনুষ্ঠিত জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কিছুক্ষনের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের পর গতকালই তার পদত্যাগ দাবি করে সময়সীমা বেঁধে দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নির্ধারিত সময়ের মাঝে পদত্যাগ না করায় ক্রিকেটারও আজ বিপিএলে খেলতে নামেননি৷ এরপর রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছেন ক্রিকেটাররা। সেখানে তারা ঘোষণা করেন, তাদের দাবি পূরণ না হলে তারা বিপিএল খেলবেন না৷ যার ফলশ্রুতিতে অবশেষে জয়টা ক্রিকেটারদেরই হলো নাজমুল ইসলামকে অপসারণের মাধ্যমে।

মূলত বিতর্কের শুরু হয় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়কে ঘিরে। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছিলেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। পোস্টে নাজমুল লিখেছেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এতেই ক্ষ্যান্ত হননি নাজমুল ইসলাম। এরপর গতকাল বিসিবিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা ভালো না খেললে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায় কি না। এসব বক্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

দায়িত্বশীল জায়গায় বসে তার একের পর এক এমন মন্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেটাররাও নিজেদের প্রতি এসব বক্তব্যকে অসম্মান হিসেবে গ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে সব ধরণের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে অবশেষে বিসিবির এমন সিদ্ধান্তে কিছুটা হলেও ক্রিকেটারদের মাঝে পরিস্থিতি শিথিল হবে বলে ধারণা করা হচ্ছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481