ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিদ্যুৎ জামওয়াল কে কটাক্ষ করে

উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন; রোজলিন খান

নিজের নগ্নরূপ প্রকাশ করা বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের কাছে নতুন কিছু না। এর আগেও বিবস্ত্র ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফের সামাজিক মাধ্যমে প্রকাশ দিয়েছেন নিজের নগ্ন ভিডিও।

তবে বিদ্যুতের নগ্ন হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি অনেকে। সে তালিকায় আছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী রোজলিন খান। বিদ্যুৎকে নগ্ন হয়ে গাছে উঠতে দেখে তার মন্তব্য, উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন।

কটাক্ষ করে রোজলিন লিখেছেন, “বিদ্যুৎ জামওয়াল, আমার ভাই, উলঙ্গ হয়ে যাওয়ার মধ্যে কোনও সাহসিকতা নেই। উলঙ্গ হয়ে ঘোরা নগ্নতার চেয়ে বেশি কিচ্ছু নয়। কিছু মানুষ টাকার জন্য নগ্ন হয়। কিন্তু আপনি তো রোমাঞ্চের জন্য উলঙ্গ হয়েছেন। অসাধারণ কাজ। আপনাকে তো ভারতরত্ন দেওয়া উচিত।”

রোজলিনের প্রশ্ন, “এখানেই থামলেন কেন? নগ্ন হয়ে তো চাঁদেই চলে যেতে পারতেন। কী মূর্খামি! ইনি আমাদের বোঝাতে চান, তিনি কোনো কিছুকেই ভয় পান না। কোনো পোশাক না পরে এই বার্তা দিতে চান তিনি। সত্যিই এই বলিউডের কাছে নগ্নতা আর বিতর্কিত ঘটনা ছাড়া আর কিছুই নেই।”

নেটিজেনরাও বিদ্যুৎকে ধুয়েছেন। কেউ লিখেছেন, ‘উনি ঠিক আছেন তো?’, কেউ আবার বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’, কেউ আবার বলেছেন, ‘একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।’

সেসবের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়েছেন। লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। আমি প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটাই। এটাকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন। আমি এটা গেল ১৪ বছর ধরে করছি। প্রতি বছর সাত দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি।’

বছর দুয়েক আগেও কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন বিদ্যুৎ। ছবিগুলোর কোনোটায় তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গিয়েছিল। অন্য এক ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছিলেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।

ট্যাগস

উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন; রোজলিন খান

বিদ্যুৎ জামওয়াল কে কটাক্ষ করে

উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন; রোজলিন খান

আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিজের নগ্নরূপ প্রকাশ করা বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের কাছে নতুন কিছু না। এর আগেও বিবস্ত্র ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফের সামাজিক মাধ্যমে প্রকাশ দিয়েছেন নিজের নগ্ন ভিডিও।

তবে বিদ্যুতের নগ্ন হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি অনেকে। সে তালিকায় আছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী রোজলিন খান। বিদ্যুৎকে নগ্ন হয়ে গাছে উঠতে দেখে তার মন্তব্য, উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন।

কটাক্ষ করে রোজলিন লিখেছেন, “বিদ্যুৎ জামওয়াল, আমার ভাই, উলঙ্গ হয়ে যাওয়ার মধ্যে কোনও সাহসিকতা নেই। উলঙ্গ হয়ে ঘোরা নগ্নতার চেয়ে বেশি কিচ্ছু নয়। কিছু মানুষ টাকার জন্য নগ্ন হয়। কিন্তু আপনি তো রোমাঞ্চের জন্য উলঙ্গ হয়েছেন। অসাধারণ কাজ। আপনাকে তো ভারতরত্ন দেওয়া উচিত।”

রোজলিনের প্রশ্ন, “এখানেই থামলেন কেন? নগ্ন হয়ে তো চাঁদেই চলে যেতে পারতেন। কী মূর্খামি! ইনি আমাদের বোঝাতে চান, তিনি কোনো কিছুকেই ভয় পান না। কোনো পোশাক না পরে এই বার্তা দিতে চান তিনি। সত্যিই এই বলিউডের কাছে নগ্নতা আর বিতর্কিত ঘটনা ছাড়া আর কিছুই নেই।”

নেটিজেনরাও বিদ্যুৎকে ধুয়েছেন। কেউ লিখেছেন, ‘উনি ঠিক আছেন তো?’, কেউ আবার বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’, কেউ আবার বলেছেন, ‘একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।’

সেসবের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়েছেন। লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। আমি প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটাই। এটাকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন। আমি এটা গেল ১৪ বছর ধরে করছি। প্রতি বছর সাত দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি।’

বছর দুয়েক আগেও কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন বিদ্যুৎ। ছবিগুলোর কোনোটায় তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গিয়েছিল। অন্য এক ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছিলেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481