ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ সদস্যসহ ৯ জন আটক

নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় ৩ সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোনসহ প্রশ্নফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) নওগাঁ শহরের কয়েক টি হোটেলে   অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আটক ব্যক্তিরা পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ করতেন।

আটকদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী, অভিভাবক ও প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সরাসরি জড়িত কয়েকজন দালাল। আটক কৃত পরিক্ষার্থীরা হলো  মোঃ আর সাইফ (৩১) মোঃ সাদ্দাম হোসেন (৩১) মোঃ রফিকুল ইসলাম (২৬) মোঃ ফারুক হোসেন (৩১) মোঃ আতাউর রহমান (৩০ মোঃ রেহান জাফর (৩১) অভিভাবক ও চক্রের সঙ্গে সংশ্লিষ্ট: মোঃ হাফিজুল ইসলাম (৪৮)  মোঃ মামুনুর রশিদ (৪১)  মোঃ আলহাজ হাবিব (৪০)

উদ্ধার করা মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট ও কললিস্ট পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে প্রশ্নফাঁসের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র জানায়, ছবিতে উল্লেখিত নাম অনুযায়ী আটককৃতদের মধ্যে পরীক্ষার্থী ছাড়াও অভিভাবক ও চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান,“আটককৃতদের কাছ থেকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অনেক গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের বিষয়টি উঠে এসেছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ সদস্যসহ ৯ জন আটক

আপডেট সময় ০৩:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় ৩ সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোনসহ প্রশ্নফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) নওগাঁ শহরের কয়েক টি হোটেলে   অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আটক ব্যক্তিরা পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ করতেন।

আটকদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী, অভিভাবক ও প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সরাসরি জড়িত কয়েকজন দালাল। আটক কৃত পরিক্ষার্থীরা হলো  মোঃ আর সাইফ (৩১) মোঃ সাদ্দাম হোসেন (৩১) মোঃ রফিকুল ইসলাম (২৬) মোঃ ফারুক হোসেন (৩১) মোঃ আতাউর রহমান (৩০ মোঃ রেহান জাফর (৩১) অভিভাবক ও চক্রের সঙ্গে সংশ্লিষ্ট: মোঃ হাফিজুল ইসলাম (৪৮)  মোঃ মামুনুর রশিদ (৪১)  মোঃ আলহাজ হাবিব (৪০)

উদ্ধার করা মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট ও কললিস্ট পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে প্রশ্নফাঁসের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র জানায়, ছবিতে উল্লেখিত নাম অনুযায়ী আটককৃতদের মধ্যে পরীক্ষার্থী ছাড়াও অভিভাবক ও চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান,“আটককৃতদের কাছ থেকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অনেক গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের বিষয়টি উঠে এসেছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481