ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শীতার্থ মানুষের মুখে হাসি ফোটালো বিএম সাবাব ফাউন্ডেশন

ক’দিন ঘুম হয়নি আজকা কম্বল গায়ে দিয়া ঘুমামু

হামার অনেক বড়ো  উপকার করলো বা।ঠান্ডায় সারারাত জাগি থাকি। ঘুম হয় না।গরম কাপড় নাই বাবা।এত শিত্তি পড়িছে বার হওয়া যায় না।

৬৫র ঘরে পৌছা নওগাঁর বৃদ্ধা সুফিয়ার এমনই আকুতি ছিল একটি কম্বল পাওয়ার পর।গত প্রায় দু সপ্তাহ ধরে নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত অনুভূত হচ্ছে।নিম্ন আয়ের মানুষের বেড়েছে চরম দুর্ভোগ। এ অবস্থায়  মানবিক সামাজিক সংস্থা বিএম সাবা ফাউন্ডেশন শীতার্থ অসহায়

মানুষের মাঝে কম্বল বিতরণ করল শুক্রবার নওগাঁ পৌর শহরের চকদেবপাড়া এলাকায় সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে জ্যাকেট ও কম্বল তুলে দেন বি এম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিবুল ইসলাম সাবাব।

এ সময় তিনি বলেন,”তীব্র শীতে অসহায় মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও উষ্ণতা দেবে। সামর্থ্যবান সবারই উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।”

​বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব শাফিউল কবির চৌধুরী , উপদেষ্টা আনারুল ইসলাম ভুইয়া, ত্বোহা জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলামসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতজুড়ে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। জ্যাকেট ও কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা।

ট্যাগস

শীতার্থ মানুষের মুখে হাসি ফোটালো বিএম সাবাব ফাউন্ডেশন

ক’দিন ঘুম হয়নি আজকা কম্বল গায়ে দিয়া ঘুমামু

আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

হামার অনেক বড়ো  উপকার করলো বা।ঠান্ডায় সারারাত জাগি থাকি। ঘুম হয় না।গরম কাপড় নাই বাবা।এত শিত্তি পড়িছে বার হওয়া যায় না।

৬৫র ঘরে পৌছা নওগাঁর বৃদ্ধা সুফিয়ার এমনই আকুতি ছিল একটি কম্বল পাওয়ার পর।গত প্রায় দু সপ্তাহ ধরে নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত অনুভূত হচ্ছে।নিম্ন আয়ের মানুষের বেড়েছে চরম দুর্ভোগ। এ অবস্থায়  মানবিক সামাজিক সংস্থা বিএম সাবা ফাউন্ডেশন শীতার্থ অসহায়

মানুষের মাঝে কম্বল বিতরণ করল শুক্রবার নওগাঁ পৌর শহরের চকদেবপাড়া এলাকায় সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে জ্যাকেট ও কম্বল তুলে দেন বি এম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিবুল ইসলাম সাবাব।

এ সময় তিনি বলেন,”তীব্র শীতে অসহায় মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও উষ্ণতা দেবে। সামর্থ্যবান সবারই উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।”

​বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব শাফিউল কবির চৌধুরী , উপদেষ্টা আনারুল ইসলাম ভুইয়া, ত্বোহা জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলামসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতজুড়ে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। জ্যাকেট ও কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481