সৌদি কিংস কাপের শেষ ষোলোতে আল-নাসেরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে করিম বেনজেমাদের ক্লাব আল-ইত্তিহাদ। ১০ জনের ইত্তিহাদের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল-নাসের। ইত্তিহাদের জয়ে গোলের দেখা পেয়েছেন ফরসি তারকা বেনজেমা।
চলতি মৌসুমে দুই ক্লাবের দ্বিতীয় দেখায় আল-ইত্তিহাদ নিজেদের ঘরের মাঠে মঙ্গলবার রাতে ২-১ ব্যবধান জয় পায়। প্রো লিগের সর্বশেষ ম্যাচটিতে আল-নাসের বেনজামাদের হারিয়েছিল ২-০ ব্যবধানে।
ম্যাচের ১৫ মিনিটে ইত্তিহাদকে লিড এনে দেন বেনজেমা। মোউসা দাইবির পাসে বাম পায়ের শটে আল-নাসেরের জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। বেশি সময় অবশ্য লিড ধরে রাখতে পারনি তারা। মিনিট ১৫ পরে আল-নাসেরকে সমতায় ফেরান এঙ্গোলো গাব্রিয়াল।
১-১ সমতায় থাকা ম্যাচের প্রথমার্ধের অন্তীম মুহূর্তে ইত্তিহাদকে আবারো লিড এনে দেন হুসেম আওয়ার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধ ভালো শুরু হয়নি ইত্তিহাদের। আহম্মেদ আল জুনিয়ান দেখেন সরাসরি লাল কার্ড। ১০ জনের ইত্তিহাদের বিপক্ষে বাকী সময় সমতায় ফেরানোর চেস্টা করেও ব্যর্থ হয় রোনালদো বাহিনী। তাতে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল রোনালদো-মানেদের।

ক্রীড়া ডেস্ক: 











