নেপালে দুর্নীতির অভিযোগে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে পতন হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। সেই উদাহরণ টেনে ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন রাজ্য বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
সংবাদমাধ্যমকে বিজেপি নেতা বলেন, ‘কবে বাংলার (পশ্চিমবঙ্গের) যুবসমাজ জাগ্রত হবে রাজের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য! আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না। বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিতে পারে। সেখানে ১৮ থেকে ৩০ বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে। বাংলায় এমনটা দরকার আছে। যেদিন বাংলার যুবসমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারির থেকে নেতৃত্ব দিতে রাজি আছি।
এদিকে অর্জুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে প্রায় সবকটি থানায় অর্জুনের বিরুদ্ধে মামলা করা হবে।
পার্থ বলেন, ‘অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে। বাংলাদেশ একটা রাষ্ট্র, নেপাল একটা রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। ও কি বাংলার কথা বলে প্রকারান্তরে ১৮ থেকে ৩০ বছরের যুবকদেরকে ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছে। কারণ দেশে তথা বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওখানকার মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনও বলব না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বাংলায় এরকম ঘটুক বলে উনি প্রকারান্তরে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলেছেন।’