গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনা আরও ৩ জন আহত হয়েছে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ইসলামপুর মাদ্রাসার হল সুপার জাহিদুল ইসলাম। অন্যদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।