কিছুদিন আগেই মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরও আলোচনা চলছেই। এরমধ্যেই নতুন আরেক নিষেধাজ্ঞার খবর শুনলেন মেসি। তবে এবার তিনি নিষিদ্ধ না হলেও হয়েছেন তার দেহরক্ষী।
লিগস কাপে নিষিদ্ধ করা হয়েছে লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে। গেল বুধবার আতলাস ও ইন্টার মায়ামির খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ হয়েছেন তিনি।
ইএসপিএনের খবর অনুযায়ী, আতলাস ও মায়ামির বিপক্ষে ম্যাচ শেষে বাকবিণ্ডায় জড়ান দুই দলের খেলোড়রা খেলোয়াড়রা। অনুমতি না থাকলেও সেটি থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী। যা নিয়ে অভিযোগ তোলে আতলাসের খেলোয়াড়রা। লিগস কাপের শৃঙ্খলা কমিটিকে জানানো হলে এই নিষেধাজ্ঞা নেমে আসে। তাকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
প্রথম অবস্থায় কেবল ইন্টার মায়ামির এক সদস্যকে নিষিদ্ধ করা হয়েছে জানা গেলেও পরে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে তিনি মেসির দেহরক্ষী। ইয়াসিন চুয়েকো।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গত ৩০ জুলাই ম্যাচ শেষে মায়ামির ক্লাবের এক প্রতিনিধি পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবর্হিভূত আচরণ করেন। এতে নিষেধজ্ঞার পাশাপাশি মায়ামির ওপর অপ্রকাশিত অংকের অর্থদণ্ড আরোপ করেছে।