ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় স্ত্রীর মৃত্যুর পর স্বামীরও মৃত্যু,ভালোবাসার গল্পের করুণ পরিসমাপ্তি Logo বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে : তারেক রহমান Logo এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর! Logo আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ Logo দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন Logo ভারতে খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার Logo কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার Logo লালমনিরহাটে অটোরিকশা উল্টে ২ যাত্রী নিহত Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে আসছেন ৪ দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেন।

এ সময় পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আগস্টে গণ-অভ্যুত্থানের পর বহিরাগত কিছু সাংবাদিক প্রেসক্লাবে আসেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে।

গতকাল বুধবার রাতে একটি পক্ষ প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

আজ সকালে সাংবাদিকদের দুটি পক্ষই প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়। চলতে থাকে বাগ্‌বিতণ্ডা। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী।

এ বিষয়ে ইউএনও জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব ও শহরের চৌরঙ্গী থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা জরুরি সেবাপ্রদানকারী সংস্থা, যেমন–অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ওষুধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁয় স্ত্রীর মৃত্যুর পর স্বামীরও মৃত্যু,ভালোবাসার গল্পের করুণ পরিসমাপ্তি

পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৬:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেন।

এ সময় পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আগস্টে গণ-অভ্যুত্থানের পর বহিরাগত কিছু সাংবাদিক প্রেসক্লাবে আসেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে।

গতকাল বুধবার রাতে একটি পক্ষ প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

আজ সকালে সাংবাদিকদের দুটি পক্ষই প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়। চলতে থাকে বাগ্‌বিতণ্ডা। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী।

এ বিষয়ে ইউএনও জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব ও শহরের চৌরঙ্গী থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা জরুরি সেবাপ্রদানকারী সংস্থা, যেমন–অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ওষুধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471