সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন। কেউ একজন ট্রেনের ভেতর থেকে তার হাত ধরে আছে। ঝুলে থাকা লোকটি প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করছিলেন। শেষ পর্যন্ত ভেতর থেকে হাত ছেড়ে দিলে লোকটিকে রেললাইনে পড়ে যেতে দেখা যায়।
খোঁজ নিলে ঘটনাটির ব্যাপারে জানা যায়, গত রোববার (১৮ মে) বেলা ১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৫২)। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পাড়ইল গ্রামে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি বগুড়ায় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা গতকাল দুপুরে বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস নামের একটি ট্রেনে সান্তাহারে আসতেছিলেন। আসার পথে নসরতপুর রেলস্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা ১০ থেকে ১২ যুবক বাবাকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তাঁরা বাবাকে নিচে ফেলে দেন। ট্রেন থেকে রেললাইনে পড়ে গেলেও ভাগ্য বলে ট্রেনের চাকা তার শরীরের ওপর দিয়ে যায়নি। তবে আঘাত লেগে একটা পা ভেঙে গেছে।’
সান্তাহার রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়তে আমরাও দেখেছি। তবে এ ঘটনায় জিআরপি পুলিশ স্টেশনে কেউ কোনো অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।