ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

গাজায় যুদ্ধ বন্ধ করব না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না। তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (১২ মে) রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলও হামাসকে দমন ও ধ্বংস করা। হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা- এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে ইসরায়েল।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “হয়তো হামাস বলবে- ‘আমরা আরও ১০ জন জিম্মি ছাড়ব।’ খুব ভালো, দিয়ে দাও। আমরা নেব। তারপর আমরা আবার অভিযান শুরু করব। তবে যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই। অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি।”

ফিলিস্তিনি জনগণের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি, যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে। তবে প্রধান বিষয় হচ্ছে- তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটির দিকেই এখন কাজ করছি।’

তিনি দাবি করেন, ‘যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ৫০ শতাংশেরও বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা, সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে হামাস আর গাজায় থাকবে না।’

এ সময় বৈঠকে উপস্থিত ‘জয়ী সৈনিকদের ফোরাম’- এর সদস্য আহত সেনারা নেতানিয়াহুর নেতৃত্বে পূর্ণ সমর্থন জানান এবং যুদ্ধের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য তাকে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাদের জন্য প্রেরণা ও উদাহরণ। আপনাদের আত্মত্যাগের চেতনায় আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছি।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

গাজায় যুদ্ধ বন্ধ করব না : নেতানিয়াহু

আপডেট সময় ১১:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না। তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (১২ মে) রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলও হামাসকে দমন ও ধ্বংস করা। হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা- এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে ইসরায়েল।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “হয়তো হামাস বলবে- ‘আমরা আরও ১০ জন জিম্মি ছাড়ব।’ খুব ভালো, দিয়ে দাও। আমরা নেব। তারপর আমরা আবার অভিযান শুরু করব। তবে যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই। অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি।”

ফিলিস্তিনি জনগণের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি, যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে। তবে প্রধান বিষয় হচ্ছে- তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটির দিকেই এখন কাজ করছি।’

তিনি দাবি করেন, ‘যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ৫০ শতাংশেরও বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা, সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে হামাস আর গাজায় থাকবে না।’

এ সময় বৈঠকে উপস্থিত ‘জয়ী সৈনিকদের ফোরাম’- এর সদস্য আহত সেনারা নেতানিয়াহুর নেতৃত্বে পূর্ণ সমর্থন জানান এবং যুদ্ধের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য তাকে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাদের জন্য প্রেরণা ও উদাহরণ। আপনাদের আত্মত্যাগের চেতনায় আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছি।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471