রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। তবে তারা কেউই মামলার এজাহারভুক্ত আসামি না। রোববার (২১ এপ্রিল) রাতে বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল রাতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতার তিনজন মামলার এজাহারভুক্ত আসামি কি না জানতে চাইলে মেহেদী হাসান বলেন, “না, তারা এজাহারভুক্ত আসামি না। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এমন তিনজনকে গ্রেফতার করেছি, যারা এজাহারভুক্ত না। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”