সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শবনম জামিলা, উপসচিব, কর্তৃক জারি করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই চুক্তিভিত্তিক নিয়োগ জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে।