বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে একটি উজ্জ্বল ও যৌথ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে, যা একটি অভিন্ন ভবিষ্যত এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।’
অধ্যাপক ইউনূস আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এশিয়াকে একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও অনুরূপ প্রতিষ্ঠানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। তিনি আরও যোগ করেন, ‘আমাদের এমন একটি নির্ভরযোগ্য তহবিল দরকার যা চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সক্ষম হবে।’
বাণিজ্য, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে আরও সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এশিয়ার মধ্যে সংযুক্তি বাড়ানো এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জ্ঞান এবং তথ্য ভাগ করে নিতে হবে এবং প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানে সহযোগিতা আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সম্মিলিত কর্মকাণ্ডের কেন্দ্রে মেধা সম্পদ এবং যুবশক্তিকে রাখতে হবে। আমাদের অর্থনীতিকে সামাজিক ব্যবসার ভিত্তিতে গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতের ব্যবসায়িক কাঠামো হিসেবে উদ্ভাসিত হবে।’
অধ্যাপক ইউনূস বোয়াও ফোরাম ও অন্যান্য উদ্যোগগুলোকে যুবসমাজ এবং উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়াতে সহায়তা করতে আহ্বান জানান, যেন আগামী প্রজন্মের জন্য এশিয়াকে আরও উন্নত করা যায়।
তিনি সবার জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে এশীয় দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সূত্র: বাসস