রাত পোহালেই ২৬শে মার্চ, দেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস। দিনটিতে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পরাধীনতা ঘোঁচাতে জাতির যে বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে সমগ্র জাতি।
এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। এ লক্ষ্যে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
ইতোমধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে সৌন্দর্যবর্ধনসহ নানা কাজ সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। রঙ তুলির আঁচর পরেছে স্মৃতিসৌধ চত্বরের বিভিন্ন সড়ক, সিঁড়িতে। বিভিন্ন স্থানে সংস্কারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাভার উপজেলার আমিন বাজার থেকে শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ককে ১২টা সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর অনুসারে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এই পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। ২৬ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এই মহাসড়কে দিয়ে চলাচলকারী গাড়ি না ছাড়ার জন্য পরিবহন মালিকদের প্রতি অনুরোধ থাকবে। সকাল সাড়ে ৭টার পর মহাসড়কের এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই সময়ে পরিবহন চালকদের প্রতি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ থাকবে।