ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ইনজুরিতে পড়লেন নেইমার

প্রায় দেড় বছর পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন তিনি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়ায় ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে নেইমারের।

২০২৩ সালের অক্টোবরে বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত বছরের শেষভাগে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার। সান্তোসের হয়ে দারুণ ফর্মে থাকা নেইমারকে আসন্ন দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

গতকাল (সোমবার) পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তার দল সান্তোস এই ম্যাচে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

করিন্থিয়ান্সের কাছে হারের পর নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম; কিন্তু আজ (গতকাল) সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।’ কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য জানা যায়নি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

আবারও ইনজুরিতে পড়লেন নেইমার

আপডেট সময় ১১:৫১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

প্রায় দেড় বছর পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন তিনি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়ায় ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে নেইমারের।

২০২৩ সালের অক্টোবরে বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত বছরের শেষভাগে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার। সান্তোসের হয়ে দারুণ ফর্মে থাকা নেইমারকে আসন্ন দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

গতকাল (সোমবার) পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তার দল সান্তোস এই ম্যাচে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

করিন্থিয়ান্সের কাছে হারের পর নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম; কিন্তু আজ (গতকাল) সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।’ কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য জানা যায়নি।