ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে শিশু হত্যার অভিযোগ মা গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাসনিয়া চৌধুরী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার হোসেন। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তাসনিয়া চৌধুরী, আয়না নুর ইসলাম ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বরের একটি বাসায় থাকেন। তার স্বামী আতিকুল ইসলাম একজন দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করেন তাসনিয়া। মেয়ে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে।

অন্যদিকে পাঁচ মাসের ছেলে সন্তান কেও চোখে মুখে নানাভাবে আঘাত করেন তিনি।পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সে বিষয়টি সবাইকে জানায় এবং তার বড় মেয়ে আয়না নুর ইসলামকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুর অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়না নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

রাজধানীতে শিশু হত্যার অভিযোগ মা গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর বনশ্রীতে শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাসনিয়া চৌধুরী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার হোসেন। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তাসনিয়া চৌধুরী, আয়না নুর ইসলাম ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বরের একটি বাসায় থাকেন। তার স্বামী আতিকুল ইসলাম একজন দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করেন তাসনিয়া। মেয়ে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে।

অন্যদিকে পাঁচ মাসের ছেলে সন্তান কেও চোখে মুখে নানাভাবে আঘাত করেন তিনি।পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সে বিষয়টি সবাইকে জানায় এবং তার বড় মেয়ে আয়না নুর ইসলামকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুর অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়না নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।