গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি ব্রাজিলিয়ান এই ফুটবলারের।
হবেই বা কিভাবে, আল হিলালে যোগ দেয়ার পর থেকেই যে তিনি লড়ছেন চোটের সঙ্গে। এ কারণে সৌদি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।নানা সময় নেইমার নিজেই জানিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া তার দেখা স্বপ্নগুলোর একটি। আর ব্রাজিল তারকার সেই স্বপ্ন পূরণ হতে চললো প্রায়। ফুটবল দলবদলের বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আল হিলালের কাছে নেইমারের জন্য ধার প্রস্তাব পাঠিয়েছে সান্তোস।
দলবদল সম্পর্কিত বিশ্বস্ত ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এবং ব্রাজিলের বেশ কিছু সূত্র এ সংবাদের নিশ্চয়তা দিয়েছে। এর আগে এ মৌসুম শেষে চুক্তি শেষ হলে সৌদি ক্লাবটি ছেড়ে সান্তোসে পাড়ি জমানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার। ২০১৩ সালে ২১ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে ঘরের ক্লাব সান্তোসের হয়ে খেলতেন তিনি।
সান্তোসের জার্সিতে ২২৫ ম্যাচে ১৩৬ গোল রয়েছে নেইমারের। দলটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং কোপা লিবার্তোদোরেস। যুক্তরাষ্ট্র্রের মেজর লিগ সকারের দলগুলোও আগ্রহী নেইমারকে পেতে। তবে সান্তোস আশা করছে লোন প্রস্তাবের মাধ্যমে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পারবে তারা।