নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে তাঁর বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে এই দগ্ধের ঘটনাটি ঘটেছে।’