প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। এমনই হুমকি ফোন পেল মুম্বই পুলিশ। উড়ো ফোন পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ফোনটি করেছিলেন ৩৪ বছর বয়ী এক মহিলা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি ফোন আসে।
তাতে বলা হয় প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। এর পরেই সক্রিয় হয় মুম্বই পুলিশ। ওই মহিলার ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁকে খুঁজে বার করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। কেন এই হুমকি ফোন তা খতিয়ে দেখছে পুলিশ।দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে রয়েছে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। গত ছয় বছরে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন মোদি। ২০১৮ সালে মহারাষ্ট্রের মহম্মদ আলাউদ্দিন খান নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছিলেন।
নিজকে জইশ-এ মহম্মদ নামক জঙ্গি সংগঠনের সদস্য বলেও দাবি করেছিলেন ওই ব্যক্তি। ২০২২ সালে কেরল বিজেপির অধ্যক্ষ কে সুরেন্দ্রনের কাছেও মোদিকে খুনের হুমকি চিঠি গিয়েছিল। চিঠিতে লেখা ছিল মোদির হাল রাজীব গান্ধীর মতোই হবে। প্রধানমন্ত্রী তখন কেরল সফরে ছিলেন। পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ২০২৩ সালে হরিয়ানার এক ব্যক্তি একটি ভিডিও বানিয়ে মোদিকে খুন করার হুমকি দিয়েছিলেন। গত বছর জুলাই মাসেও প্রধামন্ত্রী মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।