ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী Logo ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল Logo কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিপাকে কঙ্গনা Logo নওগাঁয় বন্ধুমিতালীর পরিচালক তনু ও চেয়ারম্যান মামুনকে আটকের দাবীতে সড়ক অবরোধ Logo হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে Logo বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo দর্শকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেসির ও আর্জেন্টিনার জার্সি পরবে: স্কালোনি Logo ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক: এরদোগান Logo বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট Logo নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

শাকিব খানের ‘দরদ’ এর গান ও ট্রেলার প্রকাশ

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০১:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৫৯০ Time View

১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। নির্মাতা অনন্য মামুন সিনেমার প্রচার নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার প্রতিফলন। এ নিয়ে সৃষ্টি হয় সমালোচনার। সিনেমা মুক্তি নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন কেউ কেউ। অবশেষে গতকাল প্রকাশ পেল দরদের গান ও ট্রেলার।

গতকাল সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন—হিন্দি ও বাংলা। ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম ‘এই ভাসাও’। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সংগীত পরিচালনায় আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল শাকিবকে।

হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে, অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে।রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। দরদ দিয়েই চার বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।

ট্যাগস

ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

শাকিব খানের ‘দরদ’ এর গান ও ট্রেলার প্রকাশ

আপডেট সময় ০১:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। নির্মাতা অনন্য মামুন সিনেমার প্রচার নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার প্রতিফলন। এ নিয়ে সৃষ্টি হয় সমালোচনার। সিনেমা মুক্তি নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন কেউ কেউ। অবশেষে গতকাল প্রকাশ পেল দরদের গান ও ট্রেলার।

গতকাল সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন—হিন্দি ও বাংলা। ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম ‘এই ভাসাও’। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সংগীত পরিচালনায় আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল শাকিবকে।

হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে, অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে।রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। দরদ দিয়েই চার বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।