ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে যাচ্ছে মেসি

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে সে আসরের আগেই আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ ক্লাব বিশ্বকাপে আমন্ত্রণ পেতে পারে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।

এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।২০২৫ সালে সর্বপ্রথম ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেজর লিগ সকার (এমএলএস) দলের তালিকায় ইন্টার মায়ামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে দলটির অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন।

জানা গেছে, আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে।ক্লাব বিশ্বকাপ আগে কেবল সাতটি দল নিয়ে আয়োজিত হতো। মহাদেশিয় চ্যাম্পিয়নরা খেলতে এই টুর্নামেন্টে। তবে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আগামী বছর প্রথমবারের মতো ৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ।এতে ইউরোপ থেকে ১২, দক্ষিণ আমেরিকা থেকে ৬, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে ৪, এশিয়া ও আফ্রিকা থেকে ৪টি করে এবং ওশেনিয়া থেকে ১টি দল অংশগ্রহণ করবে।

ট্যাগস

আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে যাচ্ছে মেসি

আপডেট সময় ০৬:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে সে আসরের আগেই আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ ক্লাব বিশ্বকাপে আমন্ত্রণ পেতে পারে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।

এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।২০২৫ সালে সর্বপ্রথম ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেজর লিগ সকার (এমএলএস) দলের তালিকায় ইন্টার মায়ামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে দলটির অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন।

জানা গেছে, আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে।ক্লাব বিশ্বকাপ আগে কেবল সাতটি দল নিয়ে আয়োজিত হতো। মহাদেশিয় চ্যাম্পিয়নরা খেলতে এই টুর্নামেন্টে। তবে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আগামী বছর প্রথমবারের মতো ৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ।এতে ইউরোপ থেকে ১২, দক্ষিণ আমেরিকা থেকে ৬, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে ৪, এশিয়া ও আফ্রিকা থেকে ৪টি করে এবং ওশেনিয়া থেকে ১টি দল অংশগ্রহণ করবে।