আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে ১৩৫টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন গেইলের স্বদেশী নিকোলাস পুরান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ২৮ বছর বয়সী এ ব্যাটার।
গতকাল সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা মেরেছেন পুরান। এখন এক ক্যালেন্ডার ইয়ারে পুরানের মোট ছক্কা ১৩৯টি। যদিও ২০২৪ সাল শেষ হতে এখনো চার মাস বাকি। রেকর্ড ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ আছে পুরানের। চলতি বছর এর মধ্যে মোট ৮টি দলের জার্সি গায়ে জড়িয়েছেন পুরান। ছাড়িয়েছেন গেইলকেও। ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনবাগো নাইট রাইডার্সের পাশাপাশি ডারবান সুপার জায়ান্টস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউইয়র্ক, নর্দার্ন সুপারচার্জারস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।
এক বছরে ১০০ এর বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে ৮টি। এর মধ্যে ৬টি গেইলের। বাকি দুইটি রাসেল ও পুরানের। ২০১৯ সালে রাসেল মেরেছিলেন ১০১ ছক্কা। আর এই বছর পুরান শুধু ১০০ ছক্কা মারেননি, রেকর্ড ভেঙে দিলেন গেইলেরও।