ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমাকে বিদায় জানাচ্ছেন আমির খান?

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ৬৬৫ Time View

বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শক-অনুরাগীদের উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বড় পর্দায় আমির খানের শেষ সিনেমা ছিল ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’।  সিনেমাটি আমিরের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি। ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। বলেছিলেন, ‘আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই।’ তার এই মন্তব্য ঘিরে সেসময় চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল। 

সাম্প্রতিক সময়ে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আবারও আলোচনায় আমির। এখনো চারদিকে সিনেমাটির জয়জয়কার। এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার- সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি। এরইমধ্যে আমিরের সিনেমা থেকে অবসর নিয়ে আবারও জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন ‘মি. পারফেকশনিস্ট’।

সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান- অভিনেতার এমন একটি মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। হঠাৎ কী কারণে আমিরের মুখে এমন কথা? প্রশ্ন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। অবশ্য এর উত্তরও লুকিয়ে আছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে। কারণ, সেখানেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন আমির খান। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো পডকাস্টটি।

সামাজিক মাধ্যম ইনস্টাতে পডকাস্টের এক ঝলক প্রকাশ করেছেন রিয়া। সেই ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, সিনেমা থেকে আমাকে সরতে হবে। উত্তরে অবাক রিয়া বলেন, মিথ্যে। আমিরও পাল্টা বলেন, আমি সত্যি বলছি। তারপরও নাছোড়বান্দা রিয়া লাই ডিটেক্টর টেস্ট করে নায়কের কথার সত্যতা যাচাই করতে চেয়েছেন।

পাশাপাশি আমির খান বলেছেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি, পারফেকশনে নয়। পাশাপাশি পডকাস্টে নিজের নানা অজানা কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আমির।

ইনস্টা ক্যাপশনে নিজের পডকাস্টে আমিরের মতো সত্যিকারের বন্ধু এবং তারকাকে পেয়ে উচ্ছ্বাসের কথাও উল্লেখ করেছেন রিয়া। পডকাস্টটি ২৩ আগস্ট অর্থাৎ শুক্রবার প্রচারিত হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সিনেমাকে বিদায় জানাচ্ছেন আমির খান?

আপডেট সময় ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শক-অনুরাগীদের উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বড় পর্দায় আমির খানের শেষ সিনেমা ছিল ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’।  সিনেমাটি আমিরের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি। ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। বলেছিলেন, ‘আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই।’ তার এই মন্তব্য ঘিরে সেসময় চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল। 

সাম্প্রতিক সময়ে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আবারও আলোচনায় আমির। এখনো চারদিকে সিনেমাটির জয়জয়কার। এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার- সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি। এরইমধ্যে আমিরের সিনেমা থেকে অবসর নিয়ে আবারও জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন ‘মি. পারফেকশনিস্ট’।

সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান- অভিনেতার এমন একটি মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। হঠাৎ কী কারণে আমিরের মুখে এমন কথা? প্রশ্ন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। অবশ্য এর উত্তরও লুকিয়ে আছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে। কারণ, সেখানেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন আমির খান। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো পডকাস্টটি।

সামাজিক মাধ্যম ইনস্টাতে পডকাস্টের এক ঝলক প্রকাশ করেছেন রিয়া। সেই ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, সিনেমা থেকে আমাকে সরতে হবে। উত্তরে অবাক রিয়া বলেন, মিথ্যে। আমিরও পাল্টা বলেন, আমি সত্যি বলছি। তারপরও নাছোড়বান্দা রিয়া লাই ডিটেক্টর টেস্ট করে নায়কের কথার সত্যতা যাচাই করতে চেয়েছেন।

পাশাপাশি আমির খান বলেছেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি, পারফেকশনে নয়। পাশাপাশি পডকাস্টে নিজের নানা অজানা কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আমির।

ইনস্টা ক্যাপশনে নিজের পডকাস্টে আমিরের মতো সত্যিকারের বন্ধু এবং তারকাকে পেয়ে উচ্ছ্বাসের কথাও উল্লেখ করেছেন রিয়া। পডকাস্টটি ২৩ আগস্ট অর্থাৎ শুক্রবার প্রচারিত হবে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471