পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস মানেই একরাশ হতাশার গল্প। সেই গল্পের ইতি টেনে নতুন গল্প রচনা করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটির কল্যাণে খুলনা টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অর্জন বা সাফল্য বলতে এটুকুই। বাকি ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৬টিতে আবার হেরেছে ইনিংস ব্যবধানে। প্রতিপক্ষের মাঠে আবারও লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে হতাশার রেকর্ড বদলানোর আশাবাদ ব্যক্ত করলেন নাজমুল।
“আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই আগের রেকর্ড। আর রেকর্ড তো বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।”নাজমুলদের সাম্প্রতিক ফর্মও পক্ষে কথা বলছে না। চলতি বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই টেস্টেই হেরেছে বাংলাদেশ। সবচেয়ে বড় ভাবনার বিষয় ব্যাটসম্যানদের ছন্দহীনতা। তবে ছন্দে ফেরার জন্য দল প্রস্তুত বলেও জানালেন টাইগার দলপতি।
সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও আমরা ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি।”স“প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।”