বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে যেকোনো সময় সরে দাঁড়াতে পারেন নাজমুল হাসান। তাঁর পদত্যাগের পর সম্ভাব্য বোর্ড সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
সূত্র জানিয়েছে, বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে এরই মধ্যে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের মধ্যে ফারুক আহমেদ ছাড়াও আছেন জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন। আলোচনায় আছে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও।
মুঠোফোনে জানতে চাইলে আজ এই প্রতিবেদককে ফারুক নিশ্চিত করেছেন তাঁর সঙ্গে উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগের কথা, ‘ক্রিকেট বোর্ড পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে আমাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তাতে ইতিবাচক সাড়া দিয়েছি।’ উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগের কথা নিশ্চিত করেছেন আরও দু-একজন ক্রিকেট ব্যক্তিত্বও।
সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়ার ব্যাপারে এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা সরাসরি কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গে। বোর্ড সভাপতি হওয়ার প্রস্তাব প্রসঙ্গে ফারুক কোনো মন্তব্য না করলেও জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে সাফল্য এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনের বর্তমান দায়িত্বশীলদের কাছে তাঁর ভাবমূর্তিকে ইতিবাচকভাবে তুলে ধরছে।