ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপ-এশিয়ায় ছড়িয়েছে মাঙ্কিপক্স

আফ্রিকাতে প্রভাব বিস্তারের পর এবার ইউরোপ ও এশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। এমপক্স নামে পরিচিত ভাইরাসটি ইউরোপের সুইডেন এবং এশিয়ার পাকিস্তানে শনাক্ত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এবং পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য অধিদফতর।

এই দুই দেশেরই আক্রান্ত ব্যক্তিরা বাইরে থেকে ভাইরাসটি বহন করে এনেছেন। সুইডেনের আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার একটি অঞ্চলে ছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পাকিস্তানে এখন পর্যন্ত তিনজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। তারা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

পাকিস্তানে আগেও মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে এবার আক্রান্ত রোগীরা এ ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সেলিম খান বলেন, কোয়ারেন্টাইনে রাখা তিনজনের মধ্যে দুজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। আর অন্যজনের নমুনা পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম ছড়ায় মাঙ্কিপক্স ভাইরাস। সেখান থেকে প্রতিবেশী দেশগুলোতে ছড়ালে বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে ২০২২ সালে এমপক্সের ক্লেইড ২ ভ্যারিয়েন্টের মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের সুরক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

জানা যায়, মাঙ্কিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়েছিল। এখন মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে ছড়াতে পারে এ ভাইরাস।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইউরোপ-এশিয়ায় ছড়িয়েছে মাঙ্কিপক্স

আপডেট সময় ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

আফ্রিকাতে প্রভাব বিস্তারের পর এবার ইউরোপ ও এশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। এমপক্স নামে পরিচিত ভাইরাসটি ইউরোপের সুইডেন এবং এশিয়ার পাকিস্তানে শনাক্ত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এবং পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য অধিদফতর।

এই দুই দেশেরই আক্রান্ত ব্যক্তিরা বাইরে থেকে ভাইরাসটি বহন করে এনেছেন। সুইডেনের আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার একটি অঞ্চলে ছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পাকিস্তানে এখন পর্যন্ত তিনজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। তারা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

পাকিস্তানে আগেও মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে এবার আক্রান্ত রোগীরা এ ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সেলিম খান বলেন, কোয়ারেন্টাইনে রাখা তিনজনের মধ্যে দুজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। আর অন্যজনের নমুনা পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম ছড়ায় মাঙ্কিপক্স ভাইরাস। সেখান থেকে প্রতিবেশী দেশগুলোতে ছড়ালে বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে ২০২২ সালে এমপক্সের ক্লেইড ২ ভ্যারিয়েন্টের মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের সুরক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

জানা যায়, মাঙ্কিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়েছিল। এখন মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে ছড়াতে পারে এ ভাইরাস।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471