বগুড়ার সান্তাহারে ট্রেন থেকে ৮৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেল পুলিশ । শনিবার বিকেল ৪ টায় কুড়িগ্রাম এক্সপ্রেসে এক যাত্রীর কাছ থেকে চালের বস্তায় এসব ফেন্সিডিল উদ্ধার করে সান্তাহার রেল পুলিশ ।
আটক মাদক ব্যবসায়ীর নাম চাঁন মিয়া । প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া জানায় কুড়িগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল এসব ফেন্সিডিল। একটি চালের বস্তায় বিশেষ মোড়কে ফেন্সিডিল গুলো নেওয়া হয়েছিল ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসব মাদক আাটক করে । আটক চাঁন মিয়ার বাড়ী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় । সান্তাহার রেল থানার ওসি মো: মোক্তার হোসেন বলেন, আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করছি । ঈদ কে লক্ষ রেখে মাদক চোরচালান ঠেকাতে সর্বোচ্ছ সতর্ক থাকবে রেল পুলিশ ।