জেনোয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু লিডটি তারা ধরে রাখতে পারেনি। বিরতির পরেই ঘরের মাঠের ম্যাচটিতে সমতা ফিরিয়েছে জেনোয়া। ১-১ ড্রয়ে শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগিই করতে হয়েছে দুই দলকে।
তাতে বড় সুযোগ হারিয়েছে জুভেন্টাস। এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে সিরি ‘এ’-র শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি তারা পারেনি। এই মুহূর্তে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান জুভেন্টাসের।
ইন্টার এক ম্যাচ কম খেলেছে। আগামীকালই ব্যবধানটা আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের লাৎসিওকে হারিয়ে। গতরাতে জেনোয়ার মাঠে ৩৮ মিনিটে পেনাল্টি পেলে ফেদেরিকো কিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যে স্বাগতিক সমতায় ফেরান আইরিশ স্ট্রাইকার আলবার্ট গুডমুন্ডস।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের আরও কাছে চলে এসেছে টটেনহাম হটস্পার। চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটির সমান ৩৩ পয়েন্টই তাদের, পিছিয়ে শুধু গোল ব্যবধানে। গত রাতে ব্রাজিলিয়ান রিচার্লিসনের গোলে বিরতির ঠিক আগে লিড নেয় টটেনহাম। দেজান কুলুসেভস্কি ব্যবধান বাড়ান ৬৫ মিনিটে।
তবে লাল কার্ড দেখে ইভ বিসুমাকে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হলে বাকি সময় ১০ জনের দল নিয়েই লিডটা ধরে রাখে এইঞ্জ পোস্তেকগগলুর দল।