ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

শীর্ষে ওঠার সুযোগ হারাল জুভেন্টাস

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫০২ Time View

জেনোয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু লিডটি তারা ধরে রাখতে পারেনি। বিরতির পরেই ঘরের মাঠের ম্যাচটিতে সমতা ফিরিয়েছে জেনোয়া। ১-১ ড্রয়ে শেষ পর‌্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগিই করতে হয়েছে দুই দলকে।

তাতে বড় সুযোগ হারিয়েছে জুভেন্টাস। এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে সিরি ‘এ’-র শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি তারা পারেনি। এই মুহূর্তে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান জুভেন্টাসের।

ইন্টার এক ম্যাচ কম খেলেছে। আগামীকালই ব্যবধানটা আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের লাৎসিওকে হারিয়ে। গতরাতে জেনোয়ার মাঠে ৩৮ মিনিটে পেনাল্টি পেলে ফেদেরিকো কিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যে স্বাগতিক সমতায় ফেরান আইরিশ স্ট্রাইকার আলবার্ট গুডমুন্ডস।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের আরও কাছে চলে এসেছে টটেনহাম হটস্পার। চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটির সমান ৩৩ পয়েন্টই তাদের, পিছিয়ে শুধু গোল ব্যবধানে। গত রাতে ব্রাজিলিয়ান রিচার্লিসনের গোলে বিরতির ঠিক আগে লিড নেয় টটেনহাম। দেজান কুলুসেভস্কি ব্যবধান বাড়ান ৬৫ মিনিটে।

তবে লাল কার্ড দেখে ইভ বিসুমাকে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হলে বাকি সময় ১০ জনের দল নিয়েই লিডটা ধরে রাখে এইঞ্জ পোস্তেকগগলুর দল।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

শীর্ষে ওঠার সুযোগ হারাল জুভেন্টাস

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

জেনোয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু লিডটি তারা ধরে রাখতে পারেনি। বিরতির পরেই ঘরের মাঠের ম্যাচটিতে সমতা ফিরিয়েছে জেনোয়া। ১-১ ড্রয়ে শেষ পর‌্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগিই করতে হয়েছে দুই দলকে।

তাতে বড় সুযোগ হারিয়েছে জুভেন্টাস। এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে সিরি ‘এ’-র শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি তারা পারেনি। এই মুহূর্তে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান জুভেন্টাসের।

ইন্টার এক ম্যাচ কম খেলেছে। আগামীকালই ব্যবধানটা আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের লাৎসিওকে হারিয়ে। গতরাতে জেনোয়ার মাঠে ৩৮ মিনিটে পেনাল্টি পেলে ফেদেরিকো কিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যে স্বাগতিক সমতায় ফেরান আইরিশ স্ট্রাইকার আলবার্ট গুডমুন্ডস।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের আরও কাছে চলে এসেছে টটেনহাম হটস্পার। চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটির সমান ৩৩ পয়েন্টই তাদের, পিছিয়ে শুধু গোল ব্যবধানে। গত রাতে ব্রাজিলিয়ান রিচার্লিসনের গোলে বিরতির ঠিক আগে লিড নেয় টটেনহাম। দেজান কুলুসেভস্কি ব্যবধান বাড়ান ৬৫ মিনিটে।

তবে লাল কার্ড দেখে ইভ বিসুমাকে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হলে বাকি সময় ১০ জনের দল নিয়েই লিডটা ধরে রাখে এইঞ্জ পোস্তেকগগলুর দল।