বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ পেরিয়ে ১৫ তে পা দিল আজ । ২০০৯ সালে আর্থ- সমাজিক উন্নয়ন, মানব সেবা তৃনমুল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যায়ে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।
প্রতিষ্টার পর থেকেই মানুষের আস্থা ও ভালাবাসা দ্রত অর্জন করতে সক্ষম হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন । নওগাঁ শহরের জগত সিংহপুর এলাকায় কার্যক্রমের মাধ্যমে যাত্রা করা প্রতিষ্টান টির বর্তমান ৬২ শাখা নিয়ে কাজ করছে । নওগাঁ জয়পুর হাট ও বগুড়া জেলার অবস্থিত এসব শাখায় কর্মকর্ত কর্মচারী রয়েছে ১২ শ জন ।
বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম, চেয়ারম্যান মামুনুর রশীদ, নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু। ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা কর্মচারী শুভানুধায়ী ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের উপকার ভুগীদের । বন্ধু মিতালী ফাউন্ডেশন বর্তমান তার কার্যক্রম প্রসার করেছে অন্তত ২৫ টি সহযোগী প্রতিষ্টানের মাধ্যমে । অর্থ লেনদেন কারী প্রতিষ্টান নগদ, বেঙ্গল, আরএফএল প্লাষ্টিক সহ অন্যানো প্রতিষ্টানের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করছে বন্ধু মিতালী ফাউন্ডেশন ।
প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় পোষ্ট অফিস পাড়ায় দিন ব্যাপী নানা আয়োজন পালন করছে প্রতিষ্টান টি । বন্ধু মিতালী ফাউন্ডেশনের পরিচালকরা জানান, সব সময় গনমানুষের কল্যানে কাজ করার মাধ্যমে আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে প্রতিষ্টান । আগামীতে সেবার খাত আরো বাড়ানো হবে বলে জানান তারা ।