ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্টা বার্ষিকী আজ

বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ পেরিয়ে ১৫ তে পা দিল আজ । ২০০৯ সালে আর্থ- সমাজিক উন্নয়ন, মানব সেবা তৃনমুল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যায়ে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টার পর থেকেই মানুষের আস্থা ও ভালাবাসা দ্রত অর্জন করতে সক্ষম হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন । নওগাঁ শহরের জগত সিংহপুর এলাকায় কার্যক্রমের মাধ্যমে যাত্রা করা প্রতিষ্টান টির বর্তমান ৬২ শাখা নিয়ে কাজ করছে । নওগাঁ জয়পুর হাট ও বগুড়া জেলার অবস্থিত এসব শাখায় কর্মকর্ত কর্মচারী রয়েছে ১২ শ জন ।

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম, চেয়ারম্যান মামুনুর রশীদ, নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু। ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা কর্মচারী শুভানুধায়ী ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের  উপকার ভুগীদের । বন্ধু মিতালী ফাউন্ডেশন বর্তমান তার কার্যক্রম প্রসার করেছে অন্তত ২৫ টি সহযোগী প্রতিষ্টানের মাধ্যমে । অর্থ লেনদেন কারী প্রতিষ্টান  নগদ, বেঙ্গল, আরএফএল প্লাষ্টিক সহ অন্যানো প্রতিষ্টানের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করছে বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় পোষ্ট অফিস পাড়ায় দিন ব্যাপী নানা আয়োজন পালন করছে প্রতিষ্টান টি । বন্ধু মিতালী ফাউন্ডেশনের পরিচালকরা জানান, সব সময় গনমানুষের কল্যানে কাজ করার মাধ্যমে   আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে প্রতিষ্টান । আগামীতে সেবার খাত আরো বাড়ানো হবে  বলে জানান তারা ।

ট্যাগস

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্টা বার্ষিকী আজ

আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ পেরিয়ে ১৫ তে পা দিল আজ । ২০০৯ সালে আর্থ- সমাজিক উন্নয়ন, মানব সেবা তৃনমুল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যায়ে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টার পর থেকেই মানুষের আস্থা ও ভালাবাসা দ্রত অর্জন করতে সক্ষম হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন । নওগাঁ শহরের জগত সিংহপুর এলাকায় কার্যক্রমের মাধ্যমে যাত্রা করা প্রতিষ্টান টির বর্তমান ৬২ শাখা নিয়ে কাজ করছে । নওগাঁ জয়পুর হাট ও বগুড়া জেলার অবস্থিত এসব শাখায় কর্মকর্ত কর্মচারী রয়েছে ১২ শ জন ।

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম, চেয়ারম্যান মামুনুর রশীদ, নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু। ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা কর্মচারী শুভানুধায়ী ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের  উপকার ভুগীদের । বন্ধু মিতালী ফাউন্ডেশন বর্তমান তার কার্যক্রম প্রসার করেছে অন্তত ২৫ টি সহযোগী প্রতিষ্টানের মাধ্যমে । অর্থ লেনদেন কারী প্রতিষ্টান  নগদ, বেঙ্গল, আরএফএল প্লাষ্টিক সহ অন্যানো প্রতিষ্টানের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করছে বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় পোষ্ট অফিস পাড়ায় দিন ব্যাপী নানা আয়োজন পালন করছে প্রতিষ্টান টি । বন্ধু মিতালী ফাউন্ডেশনের পরিচালকরা জানান, সব সময় গনমানুষের কল্যানে কাজ করার মাধ্যমে   আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে প্রতিষ্টান । আগামীতে সেবার খাত আরো বাড়ানো হবে  বলে জানান তারা ।