ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬ Logo কারাগার থেকে বিএসএস পরীক্ষার নেওয়ার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র Logo মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড Logo যোগ্য মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি Logo রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Logo গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩ Logo অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বললেন সিইসি Logo শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত জাহান

বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্টা বার্ষিকী আজ

বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ পেরিয়ে ১৫ তে পা দিল আজ । ২০০৯ সালে আর্থ- সমাজিক উন্নয়ন, মানব সেবা তৃনমুল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যায়ে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টার পর থেকেই মানুষের আস্থা ও ভালাবাসা দ্রত অর্জন করতে সক্ষম হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন । নওগাঁ শহরের জগত সিংহপুর এলাকায় কার্যক্রমের মাধ্যমে যাত্রা করা প্রতিষ্টান টির বর্তমান ৬২ শাখা নিয়ে কাজ করছে । নওগাঁ জয়পুর হাট ও বগুড়া জেলার অবস্থিত এসব শাখায় কর্মকর্ত কর্মচারী রয়েছে ১২ শ জন ।

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম, চেয়ারম্যান মামুনুর রশীদ, নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু। ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা কর্মচারী শুভানুধায়ী ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের  উপকার ভুগীদের । বন্ধু মিতালী ফাউন্ডেশন বর্তমান তার কার্যক্রম প্রসার করেছে অন্তত ২৫ টি সহযোগী প্রতিষ্টানের মাধ্যমে । অর্থ লেনদেন কারী প্রতিষ্টান  নগদ, বেঙ্গল, আরএফএল প্লাষ্টিক সহ অন্যানো প্রতিষ্টানের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করছে বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় পোষ্ট অফিস পাড়ায় দিন ব্যাপী নানা আয়োজন পালন করছে প্রতিষ্টান টি । বন্ধু মিতালী ফাউন্ডেশনের পরিচালকরা জানান, সব সময় গনমানুষের কল্যানে কাজ করার মাধ্যমে   আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে প্রতিষ্টান । আগামীতে সেবার খাত আরো বাড়ানো হবে  বলে জানান তারা ।

ট্যাগস

কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্টা বার্ষিকী আজ

আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ পেরিয়ে ১৫ তে পা দিল আজ । ২০০৯ সালে আর্থ- সমাজিক উন্নয়ন, মানব সেবা তৃনমুল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যায়ে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টার পর থেকেই মানুষের আস্থা ও ভালাবাসা দ্রত অর্জন করতে সক্ষম হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন । নওগাঁ শহরের জগত সিংহপুর এলাকায় কার্যক্রমের মাধ্যমে যাত্রা করা প্রতিষ্টান টির বর্তমান ৬২ শাখা নিয়ে কাজ করছে । নওগাঁ জয়পুর হাট ও বগুড়া জেলার অবস্থিত এসব শাখায় কর্মকর্ত কর্মচারী রয়েছে ১২ শ জন ।

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম, চেয়ারম্যান মামুনুর রশীদ, নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু। ১৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা কর্মচারী শুভানুধায়ী ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের  উপকার ভুগীদের । বন্ধু মিতালী ফাউন্ডেশন বর্তমান তার কার্যক্রম প্রসার করেছে অন্তত ২৫ টি সহযোগী প্রতিষ্টানের মাধ্যমে । অর্থ লেনদেন কারী প্রতিষ্টান  নগদ, বেঙ্গল, আরএফএল প্লাষ্টিক সহ অন্যানো প্রতিষ্টানের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করছে বন্ধু মিতালী ফাউন্ডেশন ।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় পোষ্ট অফিস পাড়ায় দিন ব্যাপী নানা আয়োজন পালন করছে প্রতিষ্টান টি । বন্ধু মিতালী ফাউন্ডেশনের পরিচালকরা জানান, সব সময় গনমানুষের কল্যানে কাজ করার মাধ্যমে   আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে প্রতিষ্টান । আগামীতে সেবার খাত আরো বাড়ানো হবে  বলে জানান তারা ।