ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা

 সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যে। মানুষের চলাচল কমে যাওয়ায় রাজধানীর বিপণীবিতানগুলোতেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকার প্রায় ১৯টির মতো মার্কেটে ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিন সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় যানবাহনের পরিমাণ কম। সপ্তাহের প্রায় প্রতিটি দিন যেখানে এই এলাকায় যানজট লেগেই থাকে সেখানে এদিন রাস্তা ছিল অনেকটাই ফাঁকা।

ব্যবসায়ীরা বলছেন, টানা অবরোধের ফলে মার্কেটে ক্রেতা সমাগম কমেছে। বিক্রির পরিমাণও কম। এভাবে অবরোধ চলতে থাকলে দীর্ঘমেয়াদে তাদের ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে।

সাইন্সল্যাব মোড়ে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী মনিরুল হোসেন  বলেন, ‘প্রায় এক মাস ধরে ব্যবসা হচ্ছে না। আগের মতো ক্রেতা পাই না। কাপড়ের দাম কিছুটা বাড়তি, আবার ক্রেতাও কম। ব্যবসায় ক্ষতি হচ্ছে আমাদের।’

গ্লোব সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটেরও একই অবস্থা। ক্রেতার অভাবে দোকানে বসে অলস সময় পার করছেন অনেক ব্যবসায়ী। মার্কেটের কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, বেচাকেনা তো একেবারেই নেই। বসেই থাকি বেশিরভাগ সময়। অবরোধে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ। এভাবে যদি চলতে থাকে সামনে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে।’

অবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা

আপডেট সময় ১১:১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

 সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যে। মানুষের চলাচল কমে যাওয়ায় রাজধানীর বিপণীবিতানগুলোতেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকার প্রায় ১৯টির মতো মার্কেটে ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিন সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় যানবাহনের পরিমাণ কম। সপ্তাহের প্রায় প্রতিটি দিন যেখানে এই এলাকায় যানজট লেগেই থাকে সেখানে এদিন রাস্তা ছিল অনেকটাই ফাঁকা।

ব্যবসায়ীরা বলছেন, টানা অবরোধের ফলে মার্কেটে ক্রেতা সমাগম কমেছে। বিক্রির পরিমাণও কম। এভাবে অবরোধ চলতে থাকলে দীর্ঘমেয়াদে তাদের ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে।

সাইন্সল্যাব মোড়ে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী মনিরুল হোসেন  বলেন, ‘প্রায় এক মাস ধরে ব্যবসা হচ্ছে না। আগের মতো ক্রেতা পাই না। কাপড়ের দাম কিছুটা বাড়তি, আবার ক্রেতাও কম। ব্যবসায় ক্ষতি হচ্ছে আমাদের।’

গ্লোব সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটেরও একই অবস্থা। ক্রেতার অভাবে দোকানে বসে অলস সময় পার করছেন অনেক ব্যবসায়ী। মার্কেটের কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, বেচাকেনা তো একেবারেই নেই। বসেই থাকি বেশিরভাগ সময়। অবরোধে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ। এভাবে যদি চলতে থাকে সামনে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে।’


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481