ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

নওগাঁয় জোর করে জমি দখল নিতে ভেংগে দিল বসত বাড়ী, থানায় মামলা

নওগাঁয় জমি দখল নিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসত বাড়ী ভেংগে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা থানায় মামলা করেছে ।
নওগাঁ সদরের উল্লাস পুর গ্রামে শনিবার সকালে বসত বাড়ী ভেংগে দেওয়ার অভিযোগ করেন আব্দুল কুদ্দুস ।

কুদ্দুস দাবী করেন ৫ বছর আগে ১৪ শত জমি কিনেন ওই গ্রামের শহিদা বেগুমের কাছ থেকে । এর পর তিনি ওই জমিতে বসত বাড়ী নির্মান করেন । কিন্ত প্রতিপক্ষরা সম্পত্তি জোর করে তাদের দাবী করে দখলের চেষ্টা চালায় । এ ঘটনায় আদালতে মামলা করে শহিদা বেগুমের লোকজন ।  সম্প্রতি সে মামলায় ডিগ্রী পান আব্দুল কুদ্দুস । এর মাঝে শহিদা বেগম বেশ কিছু লোক নিয়ে শনিবার সকালে কুদ্দুসের বসত বাড়ী ভেংগে গুড়িয়ে । এ ঘটনায় নওগাঁ সদর থানায় কুদ্দুস বাদী হয়ে ৯ জন কে আসামী করে একটি মামলা করে । স্থানীয় বাসিন্দাদের মধ্যে জালাল হোসেন, দুলাল হোসেন সামসুদ্দিন জানান, ইয়াছিন জানান ৫০ থেকে ৬০ জনের ভাড়া করা লোক নিয়ে এসে বসত বাড়ী ও গাছ পালা কেটে ফেলে ।

তারা বলেন, যদি কাগজ পত্রে জমি পেয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে দখল নিতে পারতো তা না করে সন্ত্রাসী কায়দায় ভাংচুর ও গাছ পালা কেটে ফেলা মোটেও ভাল কাজ করেনি শহিদা বেগুমের লোকজন ।
এ ব্যাপারে শহিদা বেগুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেই কেটে দেন । বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ওসি মু: ফয়সাল বিন আহসান জানান, অভিযোগ টি আমলে নেওয়া হয়েছে । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

ট্যাগস

তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প

নওগাঁয় জোর করে জমি দখল নিতে ভেংগে দিল বসত বাড়ী, থানায় মামলা

আপডেট সময় ০৬:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

নওগাঁয় জমি দখল নিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসত বাড়ী ভেংগে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা থানায় মামলা করেছে ।
নওগাঁ সদরের উল্লাস পুর গ্রামে শনিবার সকালে বসত বাড়ী ভেংগে দেওয়ার অভিযোগ করেন আব্দুল কুদ্দুস ।

কুদ্দুস দাবী করেন ৫ বছর আগে ১৪ শত জমি কিনেন ওই গ্রামের শহিদা বেগুমের কাছ থেকে । এর পর তিনি ওই জমিতে বসত বাড়ী নির্মান করেন । কিন্ত প্রতিপক্ষরা সম্পত্তি জোর করে তাদের দাবী করে দখলের চেষ্টা চালায় । এ ঘটনায় আদালতে মামলা করে শহিদা বেগুমের লোকজন ।  সম্প্রতি সে মামলায় ডিগ্রী পান আব্দুল কুদ্দুস । এর মাঝে শহিদা বেগম বেশ কিছু লোক নিয়ে শনিবার সকালে কুদ্দুসের বসত বাড়ী ভেংগে গুড়িয়ে । এ ঘটনায় নওগাঁ সদর থানায় কুদ্দুস বাদী হয়ে ৯ জন কে আসামী করে একটি মামলা করে । স্থানীয় বাসিন্দাদের মধ্যে জালাল হোসেন, দুলাল হোসেন সামসুদ্দিন জানান, ইয়াছিন জানান ৫০ থেকে ৬০ জনের ভাড়া করা লোক নিয়ে এসে বসত বাড়ী ও গাছ পালা কেটে ফেলে ।

তারা বলেন, যদি কাগজ পত্রে জমি পেয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে দখল নিতে পারতো তা না করে সন্ত্রাসী কায়দায় ভাংচুর ও গাছ পালা কেটে ফেলা মোটেও ভাল কাজ করেনি শহিদা বেগুমের লোকজন ।
এ ব্যাপারে শহিদা বেগুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেই কেটে দেন । বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ওসি মু: ফয়সাল বিন আহসান জানান, অভিযোগ টি আমলে নেওয়া হয়েছে । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।