ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় কাশফুল নজর কাড়ছে ভ্রমন প্রেমিদের!

 বাংলা ঋতুর শরতের আশ্বিন মাস শেষ পর্যায়েও রাস্তার দু’পাশ, নদীর দু’পাশ, মাঠে কিংবা পুকুর পাড়ে পতিত জমির আইলে মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে শাদা ধবধবে কাশ ফুল।

কাশ ফুলের প্রেমে পড়ে পড়ন্ত বিকেলে কোলাহলপূর্ণ শব্দ দূষণের শহর ছেড়ে সকল বয়সী মানুষ ছুঁটে যায় কাশফুল দর্শনে। মনে সামান্য একটু হলেও প্রশান্তির প্রত্যাশায়। তরুণ-তরুণীরা মোবাইল ফোনে ধারণ করছেন ছবি। কেউবা তুলছেন সেলফি। পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নওগাঁর বরেন্দ্র এলাকা পত্নীতলা যেনো শাদার সমুদ্রে ভাসছে। প্রতিদিন বিকেল হলেই শাদা কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে শত শত প্রকৃতি প্রেমিক ভীড় জমায়। যান্ত্রিক কর্মব্যস্ত জীবনে মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য হলেও নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলে। লাভ করে স্বর্গীয় সুখ।’

 

সর্বাধিক পঠিত

পত্নীতলায় কাশফুল নজর কাড়ছে ভ্রমন প্রেমিদের!

আপডেট সময় ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

 বাংলা ঋতুর শরতের আশ্বিন মাস শেষ পর্যায়েও রাস্তার দু’পাশ, নদীর দু’পাশ, মাঠে কিংবা পুকুর পাড়ে পতিত জমির আইলে মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে শাদা ধবধবে কাশ ফুল।

কাশ ফুলের প্রেমে পড়ে পড়ন্ত বিকেলে কোলাহলপূর্ণ শব্দ দূষণের শহর ছেড়ে সকল বয়সী মানুষ ছুঁটে যায় কাশফুল দর্শনে। মনে সামান্য একটু হলেও প্রশান্তির প্রত্যাশায়। তরুণ-তরুণীরা মোবাইল ফোনে ধারণ করছেন ছবি। কেউবা তুলছেন সেলফি। পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নওগাঁর বরেন্দ্র এলাকা পত্নীতলা যেনো শাদার সমুদ্রে ভাসছে। প্রতিদিন বিকেল হলেই শাদা কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে শত শত প্রকৃতি প্রেমিক ভীড় জমায়। যান্ত্রিক কর্মব্যস্ত জীবনে মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য হলেও নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলে। লাভ করে স্বর্গীয় সুখ।’