রাজধানীর তোপখানা রোডে আজ শুক্রবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, ডেঙ্গু পরিস্থিতি, রিজার্ভ সংকট—এসব কোনো ব্যাপারেই প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ নেই। তার সব উদ্বেগ কীভাবে ক্ষমতা কুক্ষিগত রাখা যায়, সে ব্যাপারে।
আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী ১৬ দিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করলেন। তলেতলে যে আপস তিনি করতে চেয়েছিলেন, তাতে ব্যর্থ হয়ে যুক্তরাজ্যে এসে একবার বিষোদ্গার করেছিলেন, আজকের সংবাদ সম্মেলনে আরেকবার করলেন। গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, একদিকে তিনি বিরোধী দলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষোদ্গার করেছেন, অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিয়ে নিরেট মিথ্যাচার করেছেন।গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, তাঁরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। অচিরেই জনগণের দুর্বার আন্দোলনের মুখে এই সরকার পদত্যাগে বাধ্য হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে সব শ্রেণি–পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।