দরিদ্র মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছে ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট নওগাঁ শাখা । শহরের ওষুধ পট্রিতে ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির নিজস্ব কার্যালয়ে এসব কাপড় দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে এসব কাপড় তুলে দেন বিসিডিএস কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সহ সভাপতি আতাউর রহমান খোকা । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় পরিচালনা পরিষদের পরিচালক কাজী লিংকন, বিসিডিএস নওগাঁ শাখার সিনিয়র সহ সভাপতি সাইফুল দুলাল , স্বপন কুমার পোদ্দার সহ অন্যান্যে ব্যবসায়ী বৃন্ধ ।
অনুষ্টানে প্রধান অতিথি বলেন বিসিডিএস সব সময় গন কল্যান মুলক কাজ করে আসছে । করোনা কালে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছে । শীতার্থ মানুষের পাশে বিগত বছর গুলোতে ছিল । এবারো সেই ধারাবাহিকতায় গরম কাপর প্রদান করা হচ্ছে । টানা ৩ দিন ধরে সহশ্রাধিক মানুষের মাঝে এসব গরম কাপড় প্রদান করা হবে সংগঠনের পক্ষ থেকে ।