যতক্ষন পর্যন্ত সরকার পদত্যাগ না করছে ততক্ষন নেতা কর্মীদের আন্দোলন চালানোর আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী ।
রোববার বিকেলে নওগাঁর বদলগাছীতে শেখ রাসেল স্টেডিয়ামে দ্বি বার্ষিক উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।
আওয়ামী সরকারের লুটপাটের কারণে দেশের মানুষে আজ দুর্ভিক্ষের কবলে ।
বিএনপির জনসমাবেশে মানুষের ঢল দেখে সরকার বাস চলাচল বন্ধ করে দিচ্ছে । এতে সরকারের নগ্ন চরিত্র ফুটে উঠছে বলে তিনি মন্তব্য করেছেন । বদলগাছী উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নেতা এ্যডভোকেট সৈয়দ শাহিন শওকত, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, শহিদুল ইসলাম বাবুল, এম এ মতিন, বায়োজিদ হোসেন পলাশ, জাহিদুল ইসলাম ধলু শহিদুল ইসলাম টুকু, শেখ মোহাম্মাদ রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা, আবু বকর সিদ্দিক নান্নু ফজলে হুদা বাবুল প্রমুখ ।
সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন ।